বরিশালে অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ কেজি জাটকাসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।
বুধবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরহোগলা এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার পক্ষে লে. কমান্ডার এম মেহেদী হাসান জানান, জব্দকৃত জাটকা বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জাটকা বহনকারী ট্রলারটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়।