মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বার ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

নিজস্ব প্রতিবেদক

March 28, 2022, 9:23 p.m.

‘দুর্বিষহ জনজীবন’
‘দুর্বিষহ জনজীবন’
আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। - ছবি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৯ মার্চ) পল্টনে এক প্রেস ব্রিফিংয়ে ১ এপ্রিল মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘খেটে খাওয়া মানুষের কথা ভুলে ক্ষমতাসীনরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার অফিস আওয়ারের কথা বলা হলে আমরা তা বদলে শুক্রবার মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।

সংবাদ সম্মেলনে ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।