বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

নিজস্ব প্রতিবেদক

May 22, 2023, 9:47 p.m.

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ
বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। - ছবি: এন আমিন রাসেল।

 

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  রাজশাহীতে প্রকাশ্য সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চান  কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

গতকাল সোমবার ২২ মে  বিকেল সাড়ে ৫ টায় বরিশাল নগরীর বিবিড় পুকুর পাড় সংলগ্ন বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:হোসেন চৌধুরী, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, হাসান মাহমুদ বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম শাহিন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপি নেতা আবু সাইদ চানের হুমকির কঠোর সমালোচনা করে তাকে দ্রুত আইনের আওতায় এনে সড়র্বোচ্চ শাস্তির দাবী করেন।


বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।