তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তাদের ব্যক্তিগত জীবনে চর্চার যেন শেষ নেই। ব্যক্তিগত কারণেই বার বার বিতর্কে জড়িয়েছে তাদের নাম। ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে তাদের দেখেছেন দর্শক। শোনা যাচ্ছে বহুদিন পর আবার নাকি ক্যামেরার সামনে একসঙ্গে দেখা যাবে তাদের।
এ প্রসঙ্গে সঠিক ভাবে কিছু বলতে না চাইলেও, সূত্রের মাধ্যমে জানা যায় প্রাথমিক ভাবে নাকি তারা রাজকেই পরীমণির বিপরীতে ভেবেছেন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে বিস্তারিত জানা যাবে।
রাজ-পরীকে বড় পর্দায় তাদের দেখার অপেক্ষায় দর্শক। অনেকেই ভেবেছিলেন আর একসঙ্গে অভিনয় করবেন না তারা। কিন্তু তেমনটা হচ্ছে না, সব ঝামেলা মিটিয়ে আবারও নাকি একসঙ্গে সিনেমা করছেন রাজ -পরী। সন্তান হওয়ার জন্য বেশ অনেক দিন নতুন সিনেমা করেননি নায়িকা।